বিধবার সাদা শাড়ি
দেখলে আমার জীবনের
কথা মনে হয়
রঙহীন, চাকচিক্যহীন;


কাফনের সাদা কাপড়
দেখলে আমার একাকীত্বের
কথা মনে হয়
বৈচিত্র্যহীন, সমাগমহীন ;


সাদা কাপড়ের শার্ট
দেখলে আমার বিচ্ছিন্নতার
কথা মনে হয়
একঘেয়ে, নিরন্তর বয়ে বেড়ানো


সাদা কাপড়ের পাঞ্জাবি
দেখলে আমার মৃত্যুর
কথা মনে হয়
অনন্তহীন, প্রত্যাশিহীন


সাদা রঙের দেয়াল
দেখলে আমার
অনন্ত পথের যাত্রা মনে হয়
সীমানাবিহীন পথচলা......


সাদা রঙের আকাশ
দেখলে আমার
তোমার হারিয়ে যাবার কথা মনে হয়
ধু ধু খোলা প্রান্তরে নিরন্তর খুঁজে ফেরা


কক্সবাজার
নভেম্বর ০৪ ২০১৮