জেন্ডার সমতা প্রশ্নে-
পরিমানগত পরিবর্তন হতে হতেই
গুনগত পরিবর্তন হবে;
গুনগত পরিবর্তন হলে
পরিমাণগত পরিবর্তন হতে বাধ্য।


যোগাযোগ দক্ষতা প্রশ্নে-
বিষয় ভিত্তিক জ্ঞান থাকলে
যোগাযোগ দক্ষতা নিজের প্রয়োজনেই চলবে;
যোগাযোগ দক্ষতা থাকলে
বিষয় ভিত্তিক জ্ঞানের গুরুত্ব বাড়বে


টিকে থাকার প্রশ্নে-
অযোগ্যদের অধীনে
যোগ্যরা কাজ করবে;
টিকে থাকার লড়াইয়ে
যোগ্যতমরাই টিকে থাকবে।


বিপরীতমুখী চিন্তকদের ভিন্নতা, অন্যতা
স্বার্থের টেবিলে চলে সমঝোতা
ক্ষমতামুখী চিন্তকের জলাঞ্জলি, নৈতিকতা
শেষ বিচারে হারায় নিরপেক্ষতা
ফলাফল কর্ম বিমুখতা ।


জুন ১৫, ২০১৮
মিরপুর, ঢাকা