কাল পরেছিল সালোয়ার কামিজ
আজ শাড়ি
আগামিকাল হয়তো প্যান্ট শার্ট
কিছুতেই শরীর ঢেকে রাখা যায় না
নাকি ইচ্ছে করেই ঢেকে রাখা হয় না ।


একই শরীর উদোম থাকে
অধুনিকতার প্রয়োজনের বাঁকে
কিংবা, অভাব তাড়ানোর ফাঁকে ফাঁকে
হয়তো, চিত্রশিল্পী রংতুলিতে আঁকে
অথবা, ফটোগ্রাফার সময়ের যাত্রায় তা ধরে রাখে।


শরীরের প্রয়োজন থাকে
কখনো, প্রয়োজন তাড়িয়ে বেড়ায়
শরীরের ভাজে
এবং বাঁকে;
জীবন দর্শনে ভিন্নতা থাকে।


শ্রেনিবিন্যস্ত সমাজে
শরীরই সম্পদ
শরীরই আপদ;
শরীরকেন্দ্রিক সংস্কৃতি
শরীরকে ঘিরেই যত কু-সংস্কৃতি ।


শরীরকে সম্মান জানানোর নানা আয়োজন
নানা আকুতি
আবার আছে মানুষিক বিকৃতি
আসলে কোনটি সত্যি??
পুঁজিবাদী থাবা থেকে নেই মুক্তি।


সেপ্টেম্বর ২৭, ২০১৮
কক্সবাজার