কিছু অহংকার থাকে
শৃঙ্খলিত
কিছুগুলো অবহেলিত
কিছু অবরুদ্ধ আবার
কিছু বাক্রুদ্ধ


খাঁচায় বন্দি মুক্ত পাখি
উড়ার অহংকার হারায়
জীবনের ভারে শৃঙ্খলিত জীবন
হঠাৎ থমকে দাঁড়ায়
দহনে পোড়া প্রেম মুগ্ধতা বাড়ায়


সব আহংকারে দায় থাকে না
সততার অহংকারে মান থাকে না
বেঁচে থাকার অহংকারে জীবন থাকে না
ঊর্ধ্বমুখীতার অহংকারে প্রান থাকে না
মুক্ত ভাবনাগুলো শৃঙ্খলিত হবার ভয় হারায় না


শৃঙ্খলিত মাপে মুক্তি
সভ্যতার বাধনে যত যুক্তি
রাজনৈতিক মঞ্চে আদর্শের উক্তি
মিথ্যের মোড়কে উকি দেয় সকল সত্যি
জীবনের অহংকারে থাকে কেবলই সকল ভ্রান্তি


কুড়িগ্রাম
নভেম্বর ০৬, ২০১৯