সারাদিন শেষে ভীষন ক্লান্ত
নানা কারনে, নানা জন
ভারাক্রান্ত হৃদয়
অবহেলিত মন


তোমার দেখা মিলবে
বইমেলায় ঢু মারা
সেই আশায়
দুদণ্ড শান্তির প্রত্যাশায়


প্রেম চাইনি, ভালবাসা ও চাইনি
এমনকি পরকীয়া ও না
তোমার ভীষন আপত্তি তাও জানি
শুধু কথা বলতে চেয়েছিলাম একটুখানি


তোমার কৌশলী প্রত্যাখান’
তোমার জনপ্রিয়তার উচ্চতায়
আমি বড্ড বেমানান
ঘটনার পুনরাবৃত্তি এমনটাই দেয় জানান


আমি শূন্যতায় মুখ ফিরে থাকি
প্রত্যাশাটুকু বুক পকেটে রাখি
শুধু ইচ্ছে মানচিত্রে তোমায় আকি
জানি সবটুকুই থাকবে বাকী


শুধু কথাবলার আকর্ষণ
সামান্য এই ইচ্ছেতেও বারণ !
নিজেকেই নিজের শাষন
শূন্যতা ভীষন


বইমেলা, ঢাকা
ফেব্রুয়ারি  ২৫, ২০২০
[বইমেলায় চা এর দোকানে বসে মুঠো ফোনে লেখা, রাত ৮.৩০ মি]