শুন্যতার আঘ্রাসি আক্রমন
চারদিক থেকে ঘিরে ফেলেছে
তোমাকে পূর্ণ করেছে
শুন্যতায় তুমিই নিজেকে পূর্ণ করেছো


দেবলীনা
তুমি বার বার নিজেকে নিঃস্ব করেছো
অভিমানী সময়কে আঁকড়ে রেখে
আগামীর প্রতিশ্রুতিতে পূর্ণতা এনেছো
নীরবতার কথোপকথোনে ব্যস্ত রেখেছো


বেখেয়ালী সময় অতিক্রান্ত করেছো
পরিচর্যাহীন অভ্যস্ততায়
স্বপ্নময় সম্ভাবনাগুলো বিদায় দিয়েছো
শুন্যতার নিষ্ঠুর কষাঘাতে
উন্মখ বাসনাগুলো তীব্রতার আঘাতে
তুমি ব্যস্ত থাকো পূর্ণতার মধ্যরাতে


দেবলীনা
শুন্যতার মসৃণ দেয়ালে
তোমার অবয়ব দেখি বেখেয়ালে
বার বার, হাজার বার তোমাকেই দেখি, তোমাতেই থাকি
দিন পেরিয়ে মধ্য রাত ঘনিয়ে এলে
কফির কাপে, সিগারেট এর ধোয়ায় হারালে
অস্ফুট শব্দমালার আড়ালে


দেবলীনা
শুন্যতায় ভিন্নতা
শুন্যতায় অনন্যতা
শুন্যতায় পরিপক্কতা
শুন্যতায় অভিমানী আকুলতা
শুন্যতায় ছুঁয়ে দেয়ার অস্থিরতা
শুন্যতায় গতানুগতিকতার বাইরের উচ্ছলতা
এসবই তোমার শুন্যতায় পূর্ণতা


দেবলীনা
তোমার শুন্যতায়
আমারই দায়
সচ্ছতায় নির্লজ্জ বিদায়
কাছে থেকেও মেলে না আদায়
গহীনে বসবাস অনিচ্ছার নিরদয়
হাতে হাত থাকে না
অবহেলায় প্রতিদিনের সূর্য উদয়
তোমার শুন্যতায় পূর্ণতা
আমার নুতন বোধদয়


কক্সবাজার
এপ্রিল ২৬, ২০১৯