স্নায়ুর ভেতর বিষন্নতা প্রবাহিত হয়,
অথচ আমি সবল থাকি প্রতিদিন;
সতেজতা হারায়;
মঙ্গল শিখা আমায় বীভৎসতায় মাড়িয়ে যায়।


শুদ্ধ আত্মা অবিচল থাকে প্রয়োজনে
বিশুদ্ধতার উত্থান ঘটে, ধ্যান মগ্নতায়;
বেঁচে থাকার নানা আয়োজনে;
অবশেষে নির্ঘুম রাত্রি উদযাপন অশুদ্ধ আত্মার আস্ফালনে।


পরম শত্রু আমার মৃত্যু ভয় এবং ক্ষুধা;
সর্বক্ষন তাড়িয়ে বেড়ায়;
তারচেয়ে বড় ক্ষয় হয় প্রতিদিন
স্নায়ুর ভেতর বিষন্নতায়।


মধ্যরাতের হৃদয় ক্ষরণে
ফোঁটা ফোঁটা রক্তের চিন্থ;
আকাশের ওপারে লাল লাল আগুনের শিখা
আহ্বান করে পরম আত্মীয়তার জন্য।


অনুভূতিগুলো ছড়িয়ে যার গাছেদের পাতায় পাতায়
আলোতে চিৎকারগুলো
থাকে অন্ধকারের অপেক্ষায়;
স্নায়ুর ভেতর বিষন্নতাগুলো তখনো, যন্ত্রনাকাতর রয়ে যায়।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৫, ২০২২, সকাল ৭টা