[আরও একটি মাইলস্টোন ছুঁয়ে গেলাম, ২৫০ তম কবিতা প্রকাশ হল আজ ]


সকালে বিকেলে, প্রতিনিয়ত দেখি
আকাশটা বদলে যায়;
নিজের প্রয়োজনে না হলেও
মানুষের প্রয়োজনেই বদলে যায়, বদলাতে হয়;


মাস গেলে ঋতু পরিবর্তন দেখি
ফলাফল সবাই ভোগে থাকি;
পরিবর্তনের প্রয়োজন মনে মনে আঁকি
সময়ে পরিবর্তন না হলেই মন খারাপে থাকি ।


মানুষও বদলে যায়, সারাক্ষন ভুল স্কেলে মাপি
সকালে যাকে একভাবে ভাবি;
বিকেলেই তাকে অন্যরুপে দেখি
সময়ের প্রয়োজনেই  এমনটা হয় নাকি !!!


বদলে যাওয়া নাকি প্রকৃতির রীতি
কেউ কেউ বদলে যাওয়ায় রাখে না কোন কমতি;
বদলে যাওয়ার নিয়মে, অনেক শান্তি
একসাথে থাকে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রিতি ।


কেবল আমি নিজেকে বদলাতে পারি না
নিয়মের জালে বন্দি থাকি
নৈতিকতার অহঙ্কারে জ্বলে পুড়ে মরি
হুমড়ি খেয়ে পরি, উঠে দাড়াই, আবার পরি………


জুলাই ০১ ২০১৮
মিরপুর, ঢাকা