শর্তহীন কথা ছিল
প্রবাহিত জীবনধারা হবে
সংকীর্নতার উর্ধবে
মরীচিকার ছায়ায় আশ্রিত হবে না
বিবস্ত্র কামনায় উদ্বেলিত থাকবে না


নৈকট্যের লাবন্যে মোড়ানো জীবন
ধূসরতায় মলিন হবে না
ভোরের শিশিরে রাঙানো সফলতা
সমাহিত রোদে বিলীন হবে না


শর্তহীন প্রতিজ্ঞাও একটি শর্ত
বিশ্বাস এবং অবিশ্বাস দুটোই এক ধরনের বিশ্বাস
দুটোই প্রমানের অপেক্ষায় থাকে না
কেবল প্রবাহমান সময়ই একমাত্র সত্য


সকল সত্যিই অর্ধসত্য
শুধু মৃত্যু আলংঘনীয় সত্য


জানুয়ারী ৪, ২০২১
মিরপুর, ঢাকা