অনুভুতিগুলো একই আছে
শুধু কথাগুলো হারিয়ে গেছে
কথাগুলো হেরে গেছে


গা পুড়ে যাওয়া রোদের তাপ
আজও আছে
কেবল তাপ পোহানোর ইচ্ছেটাই মরে গেছে


গড়িয়ে পরা নরম বিকেল,
সিংগারা আর গরম কফি, আজও টানে একইভাবে
শুধু হাত বাড়িয়ে নেবার আগ্রহটাই নেই সেভাবে


তোমার ঘ্রান নেবার
আকাঙ্ক্ষা আজও অটুট আছে
কেবল আশঙ্কাটাই ভর করেছে


ঘুম ভেঙ্গেই তোমাকে দেখার প্রবল বাসনা
তেমনি আছে
কেবল অনিদ্রাটাই সব কেঁড়ে নিয়েছে


আধো আধো সন্ধ্যা আজও নামে
কাক ডাকা ভোরে এখনো ঘুম ভাঙে
কেবল সময়টা পাল্টে গেছে, কোন এক ক্ষনে


মিরপুর, ঢাকা
জুন ২৯, ২০২০