ভোর এবং রাতের
সম্পর্ক অনিবার্য পরিনতি
প্রকৃতির নীতি
শুরু এবং শেষের সম্পর্কযুক্ত ইতি


উপেক্ষিত অন্ধাকারে
প্রত্যাশার আলো
কিছু আলো অসময়ের কালো
অল্প কিছু কালো সব সময়েই ভালো


লুকিয়ে রাখা ইচ্ছেগুলো
দুরের তারা
কাছে থেকেও হয় না ফেরা
অতঃপর তারা.........


চিরবিদায় একবারই হয়
মিথ্যেগুলো লৌকিকতায় রয়
গহীনে অপ্রাপ্তি
শুধু শুধুই চলে সুখের বেসাতী


একচ্ছত্র ভাবনাগুলো
বাড়িয়ে দেয় লোভের মুলো
একের পর এক অনিবার্য ফিরে যাওয়া
দাম্ভিকতার হয় না শিক্ষা নেয়া


কক্সবাজার
নভেম্বর ২৯, ২০১৮