মানুষের জীবনে এমন
সময়ও আসে, যখন
প্রতিটি মানুষকে আলাদা আলাদা ভাবে
চিনতে হয়
বিবেচনা করতে হয়
আবার একই মানুষকে, চেনা মানুষকে
পরিচিত মানুষকে
নুতন করে চেনা শুরু করতে হয়
এ চেনার কোন শেষ নাই
শেষ থাকে না


মানুষকে চিনতে না পারার অক্ষমতাও
এক ধরনের পরাজয়, আত্মসমর্পন
সবাই আত্মসমর্পণ করে
কেউ আগে,কেউ বা পরে
কেউ ধর্মের কাছে
কেউ ধর্মহীনতার কাছে
কেউ বা সমাজের কাছে নয়তো
রূঢ় বাস্তবতার কাছে


তাও দর্শন বলে
সফলতাও নাকি ব্যর্থতার মতোই ভয়ংকর
সুখগুলোও নাকি কস্টের মতোই বীভৎস
মানুষকে থামতে শেখায় না
হঠাৎ একদিন থমকে দাঁড়ায়
পেছন ফিরে তাকায়
তখন আর সময় থাকে না


সময়ের চাহিদা
মানুষ নানা সম্পর্কে জড়ায়
খুব যত্নে টিকিয়ে রাখে
বুকের গহীনে জিইয়ে রাখে
কিন্তু দিন শেষে
সেই তো একা
সেই তো একাকীত্ব
সেই তো প্রকৃতির কাছেই ফিরে যাওয়া
সেই তো প্রকৃতিই আপন
অন্য কেউ না


মিরপুর, ঢাকা
মে ১৪, ২০২০