বাবা বলেছিল
ছোটবেলায় ঘাম ঝরাতে না পারলে
বড়বেলায় রক্ত ঝরাতে হবে
তখন ব্যাখা করেনি, এখন ব্যাখা করার প্রয়োজন হয় না, নিজেই বুঝি।


মা বলেছিল
জীবনের সব প্রশ্নের উত্তর এখনই খোজ না
সময়ের উত্তর অসময়ে পাবে না
তখন ব্যাখা করেনি, এখন ব্যাখা করার প্রয়োজন হয় না, নিজেই বুঝি।


কর্মজীবনের শুরুতে বস বলেছিল
চাকুরীর চেয়ে বেশী কিছু দিও না
শুন্য হাতে ফিরে যেতে হবে না
তখন ব্যাখা করেনি, এখন ব্যাখা করার প্রয়োজন হয় না, নিজেই বুঝি।


শ্রদ্ধাভাজন প্রবীণ বলেছিল
বিশ্বাসের আশ্রয়ে বেঁচে থেকো না
আস্থার অভাবে ঠিকানা খুঁজে পাবে না
তখন ব্যাখা করেনি, এখন ব্যাখা করার প্রয়োজন হয় না, নিজেই বুঝি।


প্রিয় সহকর্মী বলেছিল
নারী  সহকর্মীর সাথে তর্ক কোর না, প্রতিযোগিতা কোর না
নিশ্চিত পরাজয়, ফিরে আসার পথ খুজে পাবে না
তখন ব্যাখা করেনি, এখন ব্যাখা করার প্রয়োজন হয় না, নিজেই বুঝি।


জুন ১৫, ২০১৮
মিরপুর, ঢাকা