আশ্চর্য চিন্তা এক রমণীর চোখে
সহজ সরল চোখ
অথচ কি দুর্ভেদ্য
যুবকের ভুল অনুবাদ
নাকি অনুবাদে ভুল
জানা হয়নি কখনো


সে হাসে ভরপুর প্রানোচ্ছল
মানুষের বুকে শব্দের ঢেউ তোলে
কোন অপরাধ আমলে নেই
কারো নেশাতুর চাহনি;
আপন ছন্দের দোলায়
নির্বিকার পথ চলাতেই আনন্দ


দূর দিগন্তে
সবুজের দেখা মেলে
অথচ, কাছে গেলে দেখা যায়
ধূসর গাছের ছায়া
কেউ কেউ তখনো
বিদ্যুৎআলোয় পাঠ্যপুস্তক খোজে


বিনামূল্যে হাসি পাওয়া যায়
সুলভ মূল্যে সময়
উচ্চমূল্যে কাছে থাকা হয়
অতিরিক্ত মূল্যে অবহেলার বাতি
আমাদের যুবকেরা তখনো
অপেক্ষারত নির্দোষই থাকে


আগষ্ট ০৩, ২০২২
রাত ১২টা