সময়ের হিসেব
সব সময় ঘড়ি ধরে নয়;
ঘণ্টা মিনিট সেকেন্ডের কাটা দিয়েই মাপা হয়
আবার,সুসময়, দুঃসময় এসব দিয়েও হয়।


এক বছরের গুরুত্ব জানে
বার্ষিক পরীক্ষায় ফেল করা ছাত্র;
মাসের গুরুত্ব বোঝেন
১০ মাস গর্ভে রাখা মৃত শিশু প্রসবে মাতৃত্ব।


সপ্তাহের গুরুত্ব জানে
সাপ্তাহিকীর সম্পাদক আর চাকুরী প্রার্থী;
এক ঘণ্টার কষ্ট বোঝে
প্রেমিকার জন্য অপেক্ষারত প্রেমিকটি।


মিনিটের গুরুত্ব বোঝে
ট্রেন কিংবা প্লেন মিস করা ক্ষিপ্ত যাত্রী;
সেকেন্ডের মহাত্ম বোঝে
হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী ।


সেকেন্ডের ভঙ্গাংশের ক্ষমতা জানে
অলিম্পিকে সোনা জিততে না পারা দৌড়বিদ;
ন্যানো সেকেন্ডের অর্থ জানে
নাসা’তে  গবেষণায় ব্যস্ত মহাকাশবিদ।


আমারা সাধারণ মানুষ
সময়ের ক্ষমতা মাপি সুসময় দ্বারা;
প্রোমোশন, জন্মবার্ষিকী কিংবা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে
যখন আনন্দে থাকি মাতোয়ারা।


অগাস্ট ০৯, ২০১৮
মিরপুর, ঢাকা