আদৌ কোন সম্পর্ক কি ছিল?


নিঃসন্দেহে পোষাকি আবরণ ছিল
সামাজিকতার মানদন্ডে উত্তীর্ণ হয়েছিল;
প্রতিদিনের জড়াজড়ি বাহানা ছিল
প্রজন্ম রক্ষার প্রতিশ্রুতিও ছিল
কিন্ত সম্পর্ক কি ছিল?


পেছনের ফেলে আসা
ডায়েরীর পাতা, প্রশ্নের সম্মুখীন করে নিজেকে!!
আত্মপ্রবঞ্চনা ছিল?
সমাজের নীতি, শৃংখলা, রীতি, সংস্কৃতি…
এসবে কি ভয় ছিল? খুব কি ভীতি ছিল?
নাকি অন্য কিছু?
প্রজন্ম প্রতিপালনের প্রতিশ্রুতিবদ্ধতা
হেরে যাওয়া, পরাজিত হওয়া এবং মেনে নেয়া
এগুলোও হতে পারে।


সম্পর্কের গঠন হলে, না হয়
ভাঙ্গনের প্রশ্ন আসতো; কারন খোঁজা যেত;
সিমেন্টিক গঠন
আর
প্রয়োজনে আকার ধারণ, এক হতে পারে?


সম্পর্কের রাসায়নিক সূত্র
কিংবা
পদার্থ বিদ্যার চৌম্বকীয় আকর্ষন;
এসব হলেও, বৈজ্ঞানিক ব্যাখায় ভুল খোঁজা যেত?
মানবিয় সম্পর্কের সূত্র কি?
সেটা কি জানি?
একজনের বিজ্ঞতায় কি, সম্পর্ক হয়?
নাকি হয়েছে কোথাও? কোনদিন?


ক্ষনিকের ভালোলাগা
কিন্তু কিছুদিনের মোহ
এসব কি সম্পর্ক তৈরির সহায়ক?
নাকি
এসবই, সম্পর্ক গঠনের পেছনের মূল শত্রু?
‘পরিচিতি’র বাহানা ছেড়ে
‘অপরিচিতি’ কি সম্পর্কের শক্ত ফাউন্ডেশন হতে পারে?
বুঝি না আজও;
কেবল, মনের প্রশ্নগুলো বিড়বিড় করে আওড়াতে পারি।


শব্দহীন ভাঙ্গন, কিংবা
নিঃশব্দ ভাঙ্গন, কি একই কথা?
সম্পর্কহীন সম্পর্কের; ভাঙ্গন, আরো ভয়ংকর!!!


সম্পর্কহীন সম্পর্কের; নিঃশব্দ ভাঙ্গন, রীতিমত ভীতিকর!!!


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৩, ২০২২, বিকেল ৫টা