সম্পর্কের  রকমফের
---সরদার আরিফ উদ্দিন


সিগারেট এর সাথে চায়ের সম্পর্ক খুবই গভীর
শুধুই চা,  কি যেন নেই, ঠিক মিলছে না;
শুধুই সিগারেট, কিসের জন্য অপেক্ষা ।


অফিসে বস আর আমি, একসাথেই কাজ করি
আমি না হলে,অন্য কেউ;
বস না থাকলে, স্বাক্ষরের অপেক্ষা ।


ক্লাসে ম্যাডামের দিকে অপলক তাকিয়ে থাকি আমি
মাঝে মাঝে উপস্থিত থাকি না, ক্লাস চলে যথানিয়মে;
লেখার কাজে ব্যস্ত ম্যাডাম, আমি আর ক্লাসেই যাই না ।


এত বিশাল পরিবার, এত ভাই বোন, একান্নবর্তী পরিবার
খুনসুটি, চাওয়া-পাওয়া, মান-অভিমান, হৈ-হুলোর;
রাত করে বাড়ি ফেরা, ভাতের প্লেট নিয়ে মায়ের বসে থাকা ।


তোমার জন্য আমার অপেক্ষা, ক্লাস শেষে বারান্দায়
আড় চোখে দেখেও দেখতে পাও না;
অভিমান নিয়ে হুইস্কির গ্লাসে বন্ধুদের সাথে আড্ডায় ।


কফি হাউসের আড্ডায় আমারা সেই ৬ জন
অনেকদিন পর হঠাৎ দেখা এয়ারপোর্টে, ব্যস্ততার অজুহাত;
আবার দেখা হবে কোন একদিন, কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে পার্কে ।


তুমি আর আমি একসাথে আজ ২৫ বছর
একই পথে চলা, একই সাথে হাটা;
কারনে অকারনে আড় চোখে দেখা, একই সাথে পরকালের অপেক্ষা ।
--১০।০৯।২০১৭