কিছু সম্পর্ক এমনই
সময়ে তার মূল্য বোঝা যায় না
অসময়ে কাঁদাতে ছাড়ে না
সম্পর্কের সুতোয় যদিও টান পড়ে না


কিছু প্রশ্ন আর
প্রশ্ন থাকে না
চেনা অচেনার দ্বন্দ্বে
জীবন একটা গল্প হয়ে যায়


কান্নার জল শুকোতে চায় না
লবন হয়ে যায়
অনেক দামে কেনা লবন
জীবনের সুখে কাজে লাগে না


অলিতে গলিতে এই শহরে
দহনের ধূলো মাখা মধ্য রাতে
কস্টের সুতোয় ঘুড়ি উড়ে
ক্লান্ত মনের শেষ বিকেলে বারে বারে


সম্পর্কের সম্পর্কগুলোয়
মেঘ জমে, মলিন হয় না
সজীবতা হারায় না
ঘটনার পরম্পরা পিছু ছাড়ে না


মিরপর, ঢাকা
অক্টোবর  ১৮, ২০১৯