খুব ভোরে সমুদ্র সৈকতে
প্রাতঃভ্রমণ
অনেক মানুষের শরীর চর্চা
বেঁচে থাকার প্রানান্তকর প্রচেষ্টা
আমার কোন ইচ্ছে নেই
থাকতে নেই;


দুপুরে উত্তাল সমুদ্র আর
জনসমুদ্র একাকার
কষ্টগুলো লুকিয়ে রাখার
নির্লজ্জ ভনিতা
আমার কোন কষ্ট নেই
কেবল দহন আছে;


বিকেলে আলতো করে ছুঁয়ে থাকা যুগল
পড়ন্ত সূর্যাস্তের সাথে
সমুদ্রের কান্না
একাকী গাছের মত আমার
ঠায় দাঁড়িয়ে থাকা
নিঃস্ব মনে হয়;


মধ্যরাত অবধি কোলাহল
আখের রস চিরানোর মতই
সমুদ্ররস নিঙড়ানো
রাতের উষ্ণতার তাড়নায় ফিরে যাওয়া
আমার কোন তাড়া নেই, আমি তখনো ঠায় দাঁড়িয়ে
সূর্যোদয়ের অপেক্ষায় ।


কক্সবাজার
ডিসেম্বর  ০১, ২০১৮