বৈধতার আড়ালে অবৈধতাগুলো
খোলসে লুকিয়ে হাসে
নিরপরাধ ভাবনায় মধ্যরাত সুখে ভাসে
জীবনের প্রান্তসীমায় প্রতিশোধের নেশা থাকে শেষে


উৎফুল্লতা এবং বিষণ্ণতা
যোজন দূরত্বে সিদ্ধান্তহীনতা
মানবিক আয়োজনে দৃষ্টিহীনতা
মধ্য পথে দাড়িয়ে সমান্তরাল যাত্রা


ছড়িয়ে পড়া উল্লাস
সুখের আদলে কেবলই দুঃখ বিলাস
প্রাণ সঞ্চারে ততোটাই উদাস
অন্য কেই প্রত্যয়ী চলায় জীবনের বিনাশ


প্রজন্মের ভোগান্তি আর অনুভব
বিফল চেষ্টায় পুনঃনির্মাণ অসম্ভব
রাসায়নিক মিশ্রণে বৈধতার অভাব
প্রথম থেকে আজ অবধি একই স্বভাব


পরিবর্তনের রূপরেখা কেউ জানে না
কৌশলী স্বার্থপরতায় সততা থাকে না
সরল প্রাণ, সম্ভাবনার মৃত্যু মানে না
উলঙ্গ উপায়হীনতা আর কিছুই ভাবতে পারে না


কক্সবাজার
এপ্রিল ০৭, ২০১৯