সারপ্লাস সুখানুভুতিতে জন্ম
দুঃখ বিলাস;
খিদের পাথরের ঘর্ষণে জন্ম
স্বপ্ন বিলাস।


অস্তিত্ব হীন স্বপ্ন বিলাস
পাড়ি জমায় দূর দিগন্তে;
অনাকাঙ্খিত সময়ে ফিরে আসে
জীবনের কোন এক কৌণিক প্রান্তে ।


দিনক্ষণহীন দুঃখ বিলাসগুলোর
ছন্দপতন আক্রমন;
যথা সময়ে ফিরে যায়
ড্রয়িং রুমের লাল কার্পেটের ওজন যেমন।


সময়ের শিক্ষা অসময়ে
বিলাসী মন, বেহিসেবী থাকে ক্ষনে ক্ষনে;
নিরক্ষর ভাবনাগুলো উড়ে মেঘের আড়ালে
সময়ের হিসেবী খরচ, আরেকবার জীবন পেলে।


জুন ০৬, ২০১৮
মিরপুর, ঢাকা