একজন ফটোগ্রাফারকে বলেছিলাম
‘সর্বনাশ’ এর ছবি তুলে দিতে
অনেকগুলো ছবি তুলে দিলেন
কঙ্কালসার মানুষ, অভাবী মানুষ
উসকো খুসকো মানুষ, উদ্ভ্রান্ত মানুষের সব ছবি
কিন্তু আমি সর্বনাশ খুঁজে পেলাম না


একজন কবিকে বলেছিলাম
‘সর্বনাশ’ নিয়ে কবিতা লিখে দিতে
বার বার দরিদ্র্য মানুষের হাহাকার
বিফল মানুষের বেদনা
প্রেম, ব্যর্থতা নিয়ে বিরহকাতর
এ সবই কবিতার মুল প্রতিপাদ্য বিষয়
জিজ্ঞেস করলাম
সর্বনাশ কোথায়
ধনী মানুষ, সফল মানুষ , সুখী মানুষ......
এদের কোন সর্বনাশ হয় না? থাকতে নেই?


একজন চিত্র শিল্পীকে বলেছিলাম
উপন্যাসিক কে বলেছিলাম
গল্পকারকে বলেছিলাম
সবাই ছক বাধা বৃত্তেই ঘোরপাক খাচ্ছিল
আর সর্বনাশ খুঁজছিল


আমি কোন পরিসংখ্যানে নেই
সফল মানুষদের পরিসংখ্যান
আম জনতা
বিখ্যাত ব্যক্তিত্ব
শ্রমিক, দিন মজুর কিংবা
পোশাক শিল্প শ্রমিক
কোন পরিসংখ্যানে নেই
আমি কোথাও নেই
কিন্ত আছি


আমি ফটোগ্রাফার, কবি,উপন্যাসিক, প্রবন্ধকার
ছড়াকার, চিত্রশিল্পী, কিংবা
অভিনয় শিল্পী, কারো কাজের মধ্যেই নেই
আমি কোথাও নেই
কিন্তু আছি


একটি বিশ্বাস
একটি চোখ
একটি আস্থা
একটি আকাঙ্ক্ষা
করেছিল আমার সর্বনাশ
পুরো জীবনের বিনাশ
আমার সর্বনাশ
আমার সর্বনাশ
আমার সর্বনাশ......


কক্সবাজার
ডিসেম্বর  ০৪, ২০১৮