সত্য সব সময়
সুন্দর হয় না, সুন্দরও
সব সময় সত্য হয় না
মিথ্যেগুলো সত্যের মধ্যে লুকিয়ে থাকে
অসুন্দরও সুন্দরকে হারিয়ে টিকে থেকে।


সত্যের ছদ্মাবরনে মিথ্যের বেসাতি
মিথ্যের গৌরবে আসে সুখ্যাতি
সত্য মিথ্যের দ্বন্দ্বে মানব প্রজাতি
দ্বিধাগ্রস্ত জীবনে নানা আঁকি ঝুঁকি
মিথ্যে প্রলোভনে চলে নিজেকেই ফাঁকি ।


রাতের আঁধার শেষে ভোরের প্রশান্তি
সুখ দুঃখ দুটোতেই আছে শান্তি অশান্তি
সত্য আঁকড়ে থেকে ভনিতার মিনতি
মিথ্যেকে ঘৃণার শ্লোক অগনতি
স্বার্থের বাজারে সত্য মিথ্যের গলাগলি পরিণতি ।


সব সত্য যদি সুন্দর হতো
সব সুন্দর যদি সত্য হতো
মানবতা নিজ গুনেই এগিয়ে থাকতো
বিচ্ছিন্নতাবোধের অসুখ পরাজিত হতো
ঈশ্বর নুতন করে প্রগ্রামিং করতো ।


কক্সবাজার
নভেম্বর ০২, ২০১৮