সত্য ও মিথ্যের মরীচিকা
               -সরদার আরিফ উদ্দিন


মিথ্যের আস্ফালন কিংবা সত্যের সাতকাহন
প্রেক্ষাপটই একমাত্র বাহন ;
একে অপরের জায়গা বদল, উল্টো অবস্থান
আজ বেঁচে থাকা, কালই গন্তব্য কবরস্থান ।


সত্য- মিথ্যের মরীচিকা, বিভ্রান্ত মানুষ
যার যার অবস্থান, ক্রমাগত উড়ায় ফানুস;
দুটোরই রেফারেন্স থাকে, তর্ক চলে সকালে বিকেলে
আজ যা আধুনিক কালই তা সেকেলে ।


সত্যকে নিয়ে চলে যুদ্ধ, মিথ্যে নিয়েও তাই
সত্য–মিথ্যে সব অজানা, কেবল নিজেরটাই চাই;
অন্যকে অবহেলা, অবমাননা, স্বীকার হয় না নিজের অজ্ঞতা
তাৎক্ষণিক জয় হয়, যদি থাকে ভাষার উপর দক্ষতা ।


সত্যের উপর মিথ্যের আগ্রাসন
সময়ে মিথ্যের উপর চলে সত্যের শাসন;
জীবনের বাস্তবতা, তাই এত প্রয়োজন
একমাত্র মৃত্যুই সত্য, বাকীটা আয়োজন ।


    --১৫.০৯.২০১৭