বেশ কিছুদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম
খোলা আকাশের নীচে,নিঃসঙ্গ, একা;
একটি পাখিও দেখতে পাইনি
পাখিগুলোর, আমার কথা একবারও মনে হয়নি।


আবার যখন ঘরে থাকি
সুসময়ের পাখিগুলো ফিরে আসে
আমার চারপাশে থাকে, নিঃশ্বাসের খুব কাছে;
সারাক্ষন কিচিরমিচির করে, যেন ভুলে না যাই পিছে।


আমার নিরাপদ আশ্রয়ে, প্রশ্রয়ে
পাখিগুলো বেড়ে উঠেছিল নিশ্চিন্তে;
দীর্ঘদিন আমার ঘরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে
বড় হতে হতে, উড়াল দিল অবশেষে।


জীবনের বেশীর ভাগ সময়
ঘরেই ছিলাম,
পাখিগুলোই আমার বন্ধু, ভুল ভেবেছিলাম
বারান্দায় দাঁড়িয়ে থেকে, ভুলগুলো শুধরে নিলাম।


সময়ের ভাবনা, সময়েরই দাবী
অসময়ের কর্মকাণ্ড, কেবল নিস্ফল হবি;
ঘর থেকে বারান্দার দূরত্ব এখন জানি
গুরুজনের কিছু উপদেশ খুব মন দিয়ে মানি।


অগাস্ট ০৩, ২০১৮
মিরপুর, ঢাকা