শব্দ ধারন করতে পারে না
যতোটা রক্তক্ষরণ কোন কোন জীবনে;
শব্দের প্রলেপে কিছুটা প্রকাশ পায়
বাকিটা থেকে যায় গহীন কোণে।


নিঃশব্দে নিঃশ্বাস কোথাও
নীরবে’ ভাসছে;
ভস্পীভূত কান্নার জল মেঘপুঞ্জে
লুকানো থাকছে।


তবুও জীবন অগ্রসরতায় থাকে
হোচট খায় বাঁকে বাঁকে;
কেউ কখনো বা সঙ্গে হাটে
কখনো জীবন একাই ছোটে।


প্রকৃতির ঝুড়িতে জমা থাকে
সময়ের দীর্ঘ শ্বাস;
সম্ভাবনায়, উদাহরনে, উত্তোরণে আশ্বাস
তথাপি গোপনে হতাশ।


দেহের শিরায় শিরায় দহন
প্রতিনিয়ত চলে কৌশলী দমন;
প্রজ্বলিত জীবনে যখন যৌবন
অস্তমিত সময়ে অবশিষ্ট থাকে পীড়ন


ডিসেম্বর ৬, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা