“কবিতা ও কবিতা আলোচনা” নিয়ে ৪ খন্ডের গ্রন্থ প্রকাশনয়ার পরিকম্পনার কথা আগে জানিয়েছিলাম। সবার অনুপ্রেরনা আর উৎসাহে কাজ শুরু করেছি। গ্রন্থের একটি খসড়া কাঠামো শেয়ার করছি।


সবার প্রতি বিনীত অনুরোধ রইলো, পরামর্শ দেয়ার জন্য। মতামত, সংযোজন, বিয়োজন ইত্যাদি যে কোন মন্তব্য/পরামর্শের আহবান


বই-কবিতা আলোচনা (৪ খন্ড)- প্রতি খন্ড ৫/৬ ফর্মা (৪টি বই এক সাথে একটা বক্স হবে)


১। মুখবন্ধ (১ পৃষ্ঠা)-আলোচক লেখকের বক্তব্য
২। বাংলা কবিতার স্বপ্ন দ্রষ্টা-পল্লব আশফাক এর বক্তব্য (১ পৃষ্ঠা)-৪টি বইয়ের জন্য কিছুটা ভিন্ন হলে ভালো হয়।
৩। এডমিন এর বক্তব্য ((১ পৃষ্ঠা)-ভিন্ন ভিন্ন এডমিন (৪টি বইয়ের জন্য ৪জন অথবা ২জন)-বাংলাদেশে এবং ভারত থেকে
৪। বাংলা কবিতার আসর এর ইতিহাস, পরিসংখ্যান ((১ পৃষ্ঠা)-প্রতি বইয়ের জন্য একই রকম
৫। উৎসর্গ
৬। সূচীপত্র
৭। নির্বাচিত কবিতা এবং কবি পরিচিতি ((১ পৃষ্ঠা)-২৫টি কবিতা (প্রতি খন্ডে)। উল্লেখ্য কবি পরিচিতি আসরের পাতা থেকে নেবো।
৮। কবিতার উপর আলোচনা (প্রতিটি ২-৩ পৃষ্ঠা)-৫০-৭০ পৃষ্ঠা (২৫টি কবিতা, প্রতি খন্ডে)
৯। সংশ্লিষ্ট কবিতা আলোচনার উপর কবি’র মন্তব্য (যে সমস্ত আলোচনায় মন্তব্য এসেছে)-(১-২ পৃষ্ঠা)
১০। ফ্লিপ কভার এর লেখা-৪ জনের লেখা (৪টি বইয়ের জন্য)


সহযোগীতা আহবান (ইমেইল করতে পারেন) ঃ


•আসরে যদি কারো গ্রন্থের প্রচ্ছদ আকার অভিজ্ঞতা থাকে, আইডিয়া থাকে, ভলান্টিয়ারিলি আমাকে সহায়তা করতে পারেন
•৪ খন্ডের জন্য নাম প্রস্তাবনা করতে পারেন (হতে পারে, একটাই নাম ভিন্ন ভিন্ন খন্ড অথবা ৪ খন্ডের জন্য ৪টি নাম)
•যদি কারো সম্পাদনা, প্রুফ রিডিং এর অভিজ্ঞতা এবং আগ্রহ থাকে, ভলান্টিয়ারিলি আমাকে সহায়তা করতে পারেন