[গতবছর ২০১৭ সালের, সেপ্টেম্বর ৭ তারিখে বাংলা কবিতা, কবি ও কবিতার ওয়েবসাইট এর সদস্য হয়েছিলাম এবং প্রথম কবিতা প্রকাশ করেছিলাম। এক বছর পূর্ণ হোল আজ, প্রকাশিত হোল ৩০০তম কবিতা এবং ১০০ কবিতার উপর আলোচনা]


বেচারা
কাছে থেকেও দূরে থাকে
গুমরে মরে, নিজেকে আড়াল রাখে
রৌদ্র স্নান গায়ে মাখে।


ক্লান্ত দেহে
দিন শেষে ফিরে আসে
উষ্ণতার প্রত্যাশায় মুচকি হাসে
অতৃপ্ত বাসনায় কাত হয়ে ঘুমিয়ে থাকে।


নিরবিচ্ছিন্ন ভালবাসায়
একাকীত্বে সময় কাটে
প্রতিবাদহীন অধিকার লুকিয়ে রাখে
অপেক্ষার প্রহর গুণে জীবনের প্রতি বাঁকে ।


জন্মের অপরাধ
আয়না না কেনার অপরাধ
নিজের যোগ্যতায় চাঁদ দেখার অপরাধ
সুন্দরী মেয়ের গালে কষাঘাত।


জীবনের নিয়মে
প্রজন্মের ধারাবাহিকতা
অন্তহীন উপেক্ষা, চলমান মৌনতা
প্রকৃতির ভারসাম্যে সুন্দরী মেয়ের আস্থাহীনতা ।


সেপ্টেম্বর ০৭, ২০১৮
কক্সবাজার