তোমার প্রতি আমার ঘৃণা জন্মাক
তীব্র এক ঘৃণা;
অনেক দিন থেকেই চাচ্ছি
তাহলে, অন্তত জীবন্মৃত থেকে বেঁচে যাই
এ যাত্রায়;
মৃত্যু আমার হাতে নেই বলে
ইচ্ছে না হলেও, বেঁচে থাকতে হচ্ছে;
একটি তীব্র ঘৃণা আমাকে বেঁচে থাকতে
সহায়তা করতে পারে অনায়াসে।


কিন্তু, ঘৃ্ণার তো জন্ম হচ্ছে না
ভালোলাগা, ভালোবাসার কাছে
হেরে যাচ্ছে, একবার দু’বার নয়
বারবার।
ঘৃণা জন্মানোর অনেক কারন থাকার পরও
ঘৃণা জন্মাচ্ছে না
কি অদ্ভুত !! নাহ??


মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মাতে
যতোটা সময় লাগে;
তাচেয়ে অনেক বেশি সময় নেয়
ভালোবাসার মানুষকে ঘৃণা করতে কিংবা
হয়তো কখনোই সম্ভব হয়ে ওঠে না;
বিষয়টা আগে জানা ছিল না।
ধারনা ছিল
মানুষের প্রতি ঘৃণা জন্মায় খুব দ্রুত
ভালোবাসা ধীর গতিতে;
সময় থেকে মানুষের কত কি শেখার আছে!!
আমিও শিখছি প্রতিনিয়ত।


দুটো বিপরীতমুখী অনুভূতি
কিভাবে একই সময়ে, একই সাথে বসবাস করে?
খুব অবাক লাগে!!
দুটো অনুভূতির মধ্যে কি পরিমানগত পার্থক্য?
তা কি করে হয়?
অনুভূতি কি মাপা যায়? কোন সূচক আছে?
সময়ের সাথে মানুষের অনুভূতিগুলোর সম্পর্ক কি?
প্রেক্ষিত বিবেচনার সাথে?


মানুষ দিনে দিনে কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে!!
আমি?
অনুভূতির মাপার চেষ্টা করছি
সূচক দিয়ে মাপতে চাচ্ছি
অথচ অনুভূতির কোন মাপুনি হয় না।
অনুভুতি থাকে হৃদয়ের গভীরে, আরো গভীরে।


ঘৃণা এবং ভালোবাসা কি
মুদ্রার এপিঠ ওপিঠ?
ভাবলে কেমন হয়?
সব সময় একই সঙ্গে থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না;
কারো ক্ষতিও করবে না।
অনন্তকাল একই সাথে বসবাস করবে;


তোমার প্রতি আমার ঘৃণা এবং ভালোবাসা
একই সাথে থাক তবে;
এভাবেই আমাদের জীবনের পূর্ণতা পাক।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১৪, ২০২২, ভোর ৬টা