সমুদ্রের গাঁয়ে নোনাজল
তবুও কাঁদে নীরবে
মেঘের উৎপত্তি জলে, তবুও কাঁদে
শুধু গাছেরা কাঁদে না, কান্নার বাহন হয়


বীজের বুক চিরে
নুতন গাছের অঙ্কুরদ্গম জানান দেয়
গর্ভবতী মায়ের আর্ত চিৎকারে
ভূমিস্ট শিশু তার অস্তিত্বের ঘোষনা দেয়


কান্নার পেছনে কান্না
নীরব নিথর দেহ
কিছু কান্না অন্ধকারে বিলীন হয়
ঈশ্বরের নীরবতা তখনো একই ধারায় প্রবাহিত রয়


কান্নার ঘন জলে
আচর কাটে না সুঠাম দেহের উপরিতলে
ক্ষয়ে যাওয়া পাথরগুলো
নিভৃতে উড়ায় সভ্যতার আকাঙ্ক্ষিত ধুলো


গাল বেয়ে গড়িয়ে পড়া কান্না
আরশ কাপানো একমুঠো বায়না
মুচকি হাঁসিতে ভাসে ক্ষমতা কাঠামোর আয়না
উদ্বাস্তু মানুষগুলো কখনোই মানুষ হয় না


কক্সবাজার
মে ০৮, ২০১৯