বিরতীস্থানকে
ট্রানজিট লাউঞ্জ বলে
এতো সাজানো গোছানো কেন থাকে?
এতো আকর্ষন
এতো মোহ, এতো হাতছানি
দহন, উল্লাস, উচ্ছাস, আনন্দ
সবই আছে এখানে, সবই থাকে


গন্তব্যে কি আছে
তাও জানি
কেবল অনুভবে থাকে না
দৃষ্টিগ্রাহ্য হলেই কি অনুভূতি প্রবণ হয়?
কেউ কেউতো অনুভব করতে পারে
কেবল, আমি পারি না
গন্তব্যকে ভাবতে পারি
কল্পনায় ছবি আঁকতে পারি
শুধু অনুভবে থাকে না সব সময়


ট্রানজিট লাউঞ্জে
চলে যাবার তাড়া থাকে
থেকে যাবার ইচ্ছেটুকু
পরাজিত হয়
মোহের বন্ধনটুকু ধীরে ধীরে
আলগা হতে থাকে
আকর্ষনীয় ট্রানজিট লাউঞ্জ
সবাইকে গন্তব্যমুখী করে
তবুও এতো গোছানো, আকর্ষনীয় করার
কি খুব দরকার?


গন্তব্যের যাত্রাপথ
একা পাড়ি দিতে হয় বলেই কি
ভয়, আশংকা, দ্বিধা, অনীহা
নাকি বিশ্বাসের আস্তরন খুবই দুর্বল?


সেপ্টেম্বর ১৮, ২০২১
মিরপুর, ঢাকা
রাত১১টা