কখনো কখনো
দূরত্বই দূরত্ব কমায়;
ভাবনাগুলো
ভাবনায় ফেলে অহেতুক ভাবায় ।


অনেক দূরে গেলেও
সব ভুলে থাকা যায় না;
অল্প দূরে থেকেও
ফিরে আসা যায় না।


কারো কারো ভাবনায়
ধর্ম ব্যবসায়ীরা উৎকৃষ্ট;
অন্যরা ভাবে
প্রগতি ব্যবসায়ীরা, অনেক বেশি নিকৃষ্ট;


জ্ঞানপাপীরা ছদ্মবেশে ঘোরে
স্বার্থের নেশায় ধরা পরে পাছে;
একটা জাতি বার বার ধর্ষিত
হয়, মূর্খদের কাছে।


একাকীত্ব মনের গভীরে
বেদনা জাগায়;
একাকীত্ব মানুষকে
শুদ্ধ হতে শেখায়।


অগাস্ট৩১,২০১৮
মিরপুর, ঢাকা