অনু কাব্য সমগ্র


১১১
ভাইরাল হওয়ার ইচ্ছে কি আসক্তি?
মৃত্যুকে নিয়ে ভাইরাল?


শ্রদ্ধা, মানবতা, ভক্তি
মৃত্যু, কটুক্তি...
এসবও ভাইরাল আসক্তি!!!


নভেম্বর ২১, ২০২২ সকাল ১১টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১১২
কতগুলো পৃষ্ঠা পড়ার পরই
শুরু হোল, দ্বিতীয় অধ্যায়;
অন্ধকার!!
কোটর থেকে পেঁচারা বাইরে বেরিয়ে এলো
ইদুরেরা গর্তে ফিরে গেল।


প্রেম আর পিপাসার গান
একটানা বেজেই চলে;
কোন ভ্রূক্ষেপ নেই কারো
দীর্ঘ কবিতার প্রেক্ষাপট জটিলতা ধারন করে।


শিশিরের ভেজা পথ ধরে চলার ইচ্ছে থাকে
মৃত্যুর পথ ক্রমান্বয়ে এগিয়ে আসে।


নভেম্বর ২১, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১১৩
আজকের রাতের পর
আরো একটি রাত হয়তো আসবে;
জীবনের ক্ষয়ে যাওয়া সময়কে মনে করিয়ে দেব
অপচয়ে করা ভালোবাসাকে ধিক্কার জানাবে;


কোন একদিন সন্ধ্যা নামবে
সন্ধ্যার চোখে সময়ের জীবনবিন্দু;
মৃত্যুর মতো একটি দীর্ঘ অপচয়ের ঘুম
তারপর একদিন আবারো ঘুম ভাঙবে।


তখন, আর কোন অপচয় হবে না ।


নভেম্বর ২১, ২০২২ রাত ১১টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১১৪
মঞ্চ সাজানো হয়েছিল
অনেকদিন আগে, তখন আমার বাবা বেঁচে ছিলেন;
নাটক মঞ্চস্থ শুরুও করেছিলেন
শেষটা দেখে গেলেন না।


মধ্যবিরতীতে কলাকুশলী
মেকআপ রুমে গিয়ে
আর ফিরেনি;
ডায়েরীতে লেখা রইলো অসমাপ্ত নাটকের কাহিনী।


নভেম্বর ২১, ২০২২ রাত ১১টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১১৫
প্রেম আসেনি
কিন্তু মৃত্যু আসবে স্পন্দনের  ঐশ্বর্য নিয়ে;
ঘুমের অতল থেকে জেগে উঠে
আরো একবার স্বাদ হবে
জীবনকে ছুয়ে দেবার।


স্পর্শের উষ্ণতায় কেঁপে উঠবে
প্রহরে প্রহর;
বিরল এক অনুভুতির জন্ম হবে
আত্মা বিনষ্ট হবার ভয় যাবে চলে।


নভেম্বর ২১, ২০২২ রাত ১১টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা