অনু কাব্য সমগ্র


১৪১
চারদিকে সুন্দর বিকেল
আকাশের গায়ে চাদের চুমুর দাগ;
সবাই একই দৃশ্য দেখতে পায় না
আমিও পাই না।


বাতাসের নীরবতায় দোল খায়
মানুষের বিবেক;
সকালের কুয়াশা, পৃথিবীর শ্বাস
কারো কাছে সবই বিষাদ।


নভেম্বর ২৭, ২০২২ রাত ৯টা
মিরপুর, ঢাকা


১৪২
মানুষের জীবন মূলত
একটি উপন্যাস;
কোন কোন জীবন ছোটগল্প হয় ভুলক্রমে, অনিচ্ছায়।


বেলাশেষে জীবনের শরীর থেকে
বেরিয়ে পড়ে টুকরো নিঃশ্বাস;
ঈশ্বর প্রতিনিয়ত দেয় আশ্বাস
ভাবনার দোলায় কেপে ওঠে বিশ্বাস।


নভেম্বর ২৭, ২০২২ রাত ৯টা
মিরপুর, ঢাকা


১৪৩
মৃত্যু জাগতিক কোন কিছুর
উপর নির্ভর করে না;
অপেক্ষা করে না, বিলম্ব করে না,
এগিয়েও আসে না;
জাগতিক বিষয় কেবলই উপলক্ষ।


মৃত্যু উপলক্ষের তোয়াক্কা করে না
ভালো মন্দ থাকা
উপলক্ষ নির্ভর;
গায়ের জোড়ে এড়িয়ে যাওয়া যায়
ভালো থাকা যায় না।


নভেম্বর ২৭, ২০২২ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা


১৪৪
অনেকবার চেয়েছি
সামান্যটুকুও দিলে না কেন?
অন্তর থেকেই তো চেয়েছি
হৃদপিন্ড খুলে দেখাতে পারিনি বলে?


তোমার চাওয়ার মতো হয়নি
হয়তো; কিংবা
চাওয়াটা পাওয়া হলে হয়তো বিপদ
আরো বাড়তো!!
তুমি মহান, তুমি প্রজ্ঞাবান!


নভেম্বর ২৭, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


১৪৫
সবাই ফুটবল বিশ্বকাপ ২০২২
নিয়ে ব্যাস্ত;
রাত জেগে খেলা দেখা
এখানে সেখানে, চায়ের দোকানে
আড্ডায় মত্ত।


আমি কেন খেলা দেখি না?
ফুটবল, ক্রিকেট, অলিম্পিক
কোনটাই না;
জীবন নিজেও একটি খেলার মাঠ
সবাইকে সব মাঠে খেলতে হয় না।


নভেম্বর ২৭, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা