অনু কাব্য সমগ্র


১৫৬
অদৃশ্যের মধ্যেই কিছুটা
মুক্তি আছে;
দৃশ্যমানতায় কোন সুরাহা নেই।
প্রযুক্তির ভুল নির্দেশনায়
আমরা বিভ্রান্ত হচ্ছি;
জেনে কিংবা না বুঝে।


কল্পিত সৌন্দর্য চোখের আড়ালে
কিন্তু দৃশ্যমান ছায়া;
দৃশ্যমান পৃথিবীতে অদৃশ্য থাকা
সময়ের দাবী
কারো কারো জন্য অবশ্যম্ভাবী।


নভেম্বর ৩০, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


১৫৭
আমার শুধু দেরি হয়ে যায়
প্রকৃতির কান্না শুনতে দেরি;
কাশফুলের উচ্ছল হাসি দেখতে দেরি;
মানুষের কান্না শুনতে দেরি;
নিজের ভেতরটা সামলে নিতে দেরি;
আমার শুধু দেরি হয়ে যায়।


আমার শুধু ভুল হয়ে যায়
মানুষকে খুব সহজেই বিশ্বাস করতে;
পরোপকারে নিজেকে উজার করে দিতে;
নৈতিকতায় আপোষ না করতে;
তাল মিলিয়ে চলতে;
আমার শুধু ভুল হয়ে যায়


ডিসেম্বের ১, ২০২২, সকাল ১১টা
CQR অফিস, ঢাকা


১৫৮
সীমাবদ্ধতার মোড়কে আবৃত মানুষ
অহংকারে উদ্ধত মনের ফানুস;
শুনতে কি পাই প্রকৃতির নীরব কান্না?
সভ্যতার অযাচিত দিকদর্শন অজানা।


শ্রবনশক্তির সীমাবদ্ধতা কতটুকু; নেই জানা
মানুষেরও থাকে নীরব কান্না;
উচ্ছল হাসিতে থাকা নেই মানা
ভেতরের কান্নাগুলো গুমরে মরে, অথচ কেউই জানি না ।


ডিসেম্বের ১, ২০২২, সকাল ১১টা
CQR অফিস, ঢাকা


১৫৯
দীর্ঘ জীবনের উপপাদ্য
সুবিস্তৃত ক্যানভাস;
সুখ এবং যন্ত্রনা দুটোই সংক্ষিপ্ত এবং তাৎক্ষনিক
দহনটুকুর পরিসীমা অজানা।


সংকটে, সংগ্রামে, হতাশায়
প্রকৃতিই একমাত্র আশ্রয়;
নাইট ক্লাব, আর্ট গ্যালারি, কবিতার শব্দ
ভিন্ন ভিন্ন মাত্রা, কিছুই হয় না পরিতৃপ্তির প্রতিশব্দ।


ডিসেম্বের ১, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা


১৬০
বক্তব্যের সূত্র ধরে প্রশান্তি চাই
নির্ভরতার বিশ্বাসে অগ্রসরতা চাই;
বার বার ফিরে যাই
তবুও তার আশ্রয়েই একটি পরিশুদ্ধ জীবন চাই।


পাশাপাশি আমি তুমি এবং সে
বৈষম্য, উচু নীচু পথের সন্ধান পাই;
তবুও অন্যায্যতার প্রশ্ন নেই
ক্ষুদ্রতার কণায় ভাবনা হারায় খেই।


ডিসেম্বের ১, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা