বিষণ্ণ মন, একাকিত্তের দাবানল
                    -সরদার আরিফ উদ্দিন


জানি একাকিত্তের কোন মানে নেই;
বিষণ্ণ থাকার কোনই অর্থ নেই;
একা একা কষ্ট পাবার  কোন মুল্য নেই;
পিছু টান ছাড়া কোন জীবন নেই;
একা একা জীবনকে বয়ে বেড়ানো ছাড়া উপায় নেই;
রাত জেগে জেগে জীবনের গভীরতা মেপে লাভ নেই;
কষ্টের নীল রং উপভোগের আকাঙ্খা থাকতে নেই;
একা  একা হাটতে গিয়ে ক্লান্ত দেহে পিছু তাকাতে নেই;
ভুলগুলো মেনে নেয়া ছাড়া, কোন আক্ষেপ নেই;
এক জীবনে অনেক কিছু চাইতে নেই;
সিগারেট এর ধোয়া আর হুইস্কির গ্লাসে মুক্তি নেই;
নারী সঙ্গের অবগাহনে ডুবে যেতে নেই;
কফি হাউসের আড্ডায় সাময়িক আনন্দ ছাড়া আর কিছুই নেই;
জীবন থেকে পালিয়ে যাবার কোনই ইচ্ছে নেই;
আবার নুতন করে জীবনকে সাজাবার সুযোগও নেই।


তোমার সাথেই বসবাস, তোমাতেই আছি আবার নেই;
তোমার চোখের নীল সাগরে হারেয়েছিলাম, আজ সেখানে নেই;
তোমার খোলা চুলের ঘ্রান আজও পাই কিন্তু পেতে নেই;
তোমার হাত ধরেই হেটেছিলাম; আজ আর হাটতে নেই;
তোমার ঠোটের উষ্ণতা দেয় আজও কিন্তু বাস্তবে নেই;
দেয়ালের দুপাশে দুজন, মিথ্যের দেয়াল ভাঙার ইচ্ছে তোমার নেই;
সমাজের বাধা, নিয়মের বাধা সবই আছে, চাইলে কিছুই নেই;
অহং বোধ, শ্রেণী ভেদ কিংবা ভুল; এত কিছু দেখতে নেই;
রক্তচক্ষু কিংবা উস্কানি, জীবনের জন্য কিছুই ভাবতে নেই;
পাছে লোকে কিছু বলে,  সবই মরিচিকা, না বোঝার কিছু নেই;
ভালবাসার শক্তি অনেক, শুধু তোমারই ইচ্ছে নেই;
আমি আজও আছি তোমারই; ইচ্ছের ত কোনই কমতি নেই;
তুমি আসবে ফিরে, সেই ভরসাও বোধহয় আর নেই;
মিল অমিলের দ্বন্দ্বে থাকা তুমি আমি কেউ ভাল নেই;
জীবন থেকে পালিয়ে যাবার কোনই ইচ্ছে নেই;
আবার নুতন করে জীবনকে সাজাবার সুযোগও নেই।