আজ না হয় কাল, শেষ হবে নিঃশ্বাস
তুমি আমি দুজনেই লাশ
আজ বাতাসে তোমার দীর্ঘশ্বাস
কাল ময়দানে দেখবে, আমার নাভিশ্বাস
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, সকাল ৯টা


দহনে দহনে কাটে সারাদিন
এদিক ওদিক খুঁজে ফেরা
একাকী অপেক্ষারা
কলিজা পোড়া গন্ধে মৌ মৌ দিশেহারা
ভুলের মাসুলে মাসুলে পথহারা
থমকে থাকা সময়কে নিয়েই পথচলা
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, সকাল ১০.১৫


বিপন্ন সময়
অস্থিরতা ঘ্রাস করে বার বার
মুক্তির উচ্ছাস নিয়ে
ভুল করি
ভুলে মরি
ভুলে ভুলেই নিঃস্ব  করে
একা করে
নিজেই নিজেকে
প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়
কি একটা খুঁজি
উত্তর পাই না
পাব না তাও জানি
শুধু শুধুই নিজের সাথে প্রতারনা
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, সকাল ১০.৩০


প্রতারিত সময়
দায়বদ্ধতা প্রকৃতি নেয় না
মানুষের কাছেই ফিরে আসে
মানুষই পোড়ে
দহনে দহনে নিঃশেষ হয়
আবার উঠে দাঁড়াবার চেস্টা করে
ক্রমাগত পথচলা
নিরন্তর চেস্টা
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, সকাল ১১.৩০


সময় কাউকেই ক্ষমা করে না
নিষ্ঠুর ঘাত প্রতিঘাত
আমি আমার
আমিই আমার প্রতিপক্ষ
আমার কাছে আমার জবাবদিহিতা
আমার একাকিত্তের প্রকাশ
আমার নিঃস্বতা
তুমি কেবল দর্শক
তোমার উল্লসিত হাততালিই
আমার প্রাপ্য
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, সকাল ১১.৪০


নিরীহ সময়
মাঝে মাঝে ভয়ংকর রূপ নেয়
উত্তাল সাগরের চেয়েও তীব্র
সব ভাসিয়ে নেয় ক্রমাগত
খড়কুটো ধরে টিকে
থাকার চেষ্টা অবিরত
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, দুপুর ১২.২০


ইচ্ছেরা ডানা মেলে অনেক দূর যায়
হঠাৎ থমকে দাঁড়ায়
পেছনে ফেরে তাকায়
পাশে কাউকেই দেখতে না পায়
নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করায়
বিবর্ণ সময়ে একাকিত্তে হারায়
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, দুপুর ২.১০


তোমার অস্তিত্বের ঘ্রান
আমায় মাতাল করে
একবার নয়
বার বার ঘ্রান নিতে চাই
পারি না, দূরেই থেকে যাই
অনুমতি মেলে না তাই
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯


শুন্যতার দেয়াল
ওপারে তোমার ছায়া দেখি
তীর বিদ্ধ উড়ে পাখি
প্রশ্ন জড়ানো সময়ের আঁখি
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, বিকেল ৩.৫০


একটি কল্পনা
একটি বাস্তবতা
একটি আক্ষেপ
একটি প্রত্যাশা
চতুরমুখী দ্বন্দ্ব
হারিয়ে ফেলা সময়ের ছন্দ
ইনানী, কক্সবাজার
জুন ২৪, ২০১৯, বিকেল ৪.২০


সীমানায় তুমি থাক উচ্ছল
সীমানার বাইরে?
আমি সব সময় একই চাই
ভাল লাগে তাই
ইচ্ছে গুলো মূল্যহীন
সময়ের অস্থিরতা তুমি বিহীন
কক্সবাজার
জুন ২৪, ২০১৯, রাত ৯টা