কখনো মৌনতার বরফে
জ্বলে  ওঠে আগুন
কখনো রাত্রির নিঃশবাসে
গড়ে ওঠে মৌন মিছিল।


পৃথিবীর গতিপথে
মানবের অনিশ্চিত যাত্রা
বৃষ্টির জলে ভিজে যায়
শুকনো পালক, অবিরাম।


ভালোবাসার বিদ্যুতে
আস্থা তৈরি হয়
খানিকটা হেটে এগিয়ে চলে জীবন
অতঃপর চাওয়া পাওয়ার বাণিজ্য ঘাটতি।


তীব্র হুইসেলে
নিশাচর দৈত্যগুলো জেগে ওঠে
মুখমন্ডলের ওপর আকাশ ভাসে
মনের দৈন্যতায় শ্লথ রক্তের চলাচল।


সতর্ক প্রহরায়
কেউ কেউ উতরে যায় এ যাত্রায়
কেউবা নিয়তির ইশারায়
মৌনতায় অভ্যস্ত হয়।


খন্ড খন্ড মেঘের টুকরো
আকাশে ভেসে বেড়ায়
কোন একদিন ঈশবরের আহবান
মহাকালের যাত্রা শুরু।


পেছনে থেকে যায় ভালোবাসার ভাস্কর্য


কলেজ স্ট্রিট, কোলকাতা
আগষ্ট ১২, ২০২২, রাত ১১টা