বস্তবাদী ভাবনা এতো গভীর
যে, ভালোবাসা প্রবেশ করে না;
চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা এতো প্রবল
যে, ভালোবাসার অনুরনন সৃষ্টি হয় না।


তাৎক্ষনিক পাওয়াগুলো এতো বেশি উল্লসিত
যে, ভালোবাসায় প্রশান্তি দেয় না;
শরীরের ভাষা এতো বেশি উদ্গ্রীব
যে, ভালোবাসায় প্রান ভরে না।


মিল অমিলের দূরত্ব এতো বেশি
যে, ভালোবাসায় তা সিক্ত হয় না;
স্বাধীনতায় এতো উচ্চাকাংক্ষী
যে, ভালোবাসায় ছাড় চলে না।


ভালোবাসা শব্দে এতো ভুল বোঝাবুঝি
যে, দখলদারিত্ব ছাড়ে না;
ভালোবাসার পাগলামি এতো বেশি
যে, সন্দেহবাদিতা যায় না।


ভালোলাগায় এতো বেশি চাকচিক্য
যে, ভালোবাসা স্থান পায় না;
বাহ্যিক সোন্দর্য্যের এতো বাড়াবাড়ি
যে, ভালোবাসার সময় হয় না।


ভালোবাসায় এতো মিথ্যের বেসাতি
যে, সত্যিটা বোঝা যায় না;
ভালোবাসার বিপণন এতো বেশি
যে, গভীরতা মাপা হয় না।


ভালোবাসাহীন ভালোবাসা
অলীক ফানুসের আশা;
মিথ্যের এই পৃথিবীতে
ভালোবাসার অনুভব তাই; ভাসা ভাসা।


মিরপুর, ঢাকা
অক্টোবর ২৫, ২০২২, সকাল ১০টা