ভাঙ্গনের শব্দ শুনি
              -সরদার আরিফ উদ্দিন


সারাদিন অফিস শেষে দ্রুতই বাড়ি ফেরার পণ
কোন কিছুই আকর্ষণ করে না, ক্লান্ত দেহ ও মন;
কি যেন খুঁজি, কি যেন খুঁজি
অতৃপ্ত মন, সীমাহীন অপেক্ষা, না বুঝেও বুঝি ।


যা ছিল আমার, আত্মতৃপ্তির আর একান্ত অনুভব
হারিয়ে গেল, নাকি হারাতেই হবে সব !!
নিজ গৃহেই পরবাসী
পিন পতন নীরবতা, অবজ্ঞার হাসি ।


অভিমান থেকেই অভিযোগ, চিন্তা অক্লান্ত
ক্রমান্বয়ে মাত্রা বৃদ্ধি, অবশেষে স্থির সিন্ধান্ত;
উশৃঙ্খল   জীবন, এখানে ওখানে সময় ক্ষেপণ
ভুল পর্যবেক্ষণ তার অবুঝ মন ।


জীবিকার আয়োজনেই সময়ের বীজ বপন
ম্যানেজ করাই অফিস কালচার আর চলন বলন;
ভবিষ্যৎ প্রয়োজন; বেঁচে থাকার সংগ্রাম
বোঝাতে পারিনি, আমারই ভুল, আমিই হারলাম ।
১৭.০৯.২০১৭