প্রতিদিনের মত আজও
খুব ভোরে ঘুম থেকে উঠেছি
কিন্তু একুশের প্রভাত ফেরীতে যাইনি
অংশগ্রহন করনি শহিদ মিনারে
অন্যান্যদের মত
ফুলের তোরা নিয়ে হাজির থাকিনি


ভাষা শহিদ
সালাম, বরকত, রফিক, জব্বার
আমায় ক্ষমা করো
আমি ভনিতা করতে শিখিনি
আমি কিছুক্ষনের জন্য হলেও মুখোশ পরে থাকতে পারিনি
তোমাদের অবদানকে
কেবল একটি দিনে বন্দি রাখতে অনুপ্রানিত হইনি


তোমাদের রক্তে ভেজা মাটিতে
বাংলিশ ভাষা প্রচলনকারী
ইংরেজি বিদ্যার বড়াইকারী
বছর জুড়ে বাংলা ভাষার অবমাননাকারী
স্কুল, কলেজ, অফিস আদালতে ইংরেজি ব্যবহারকারী...
আমি কারোর মতই হতে পারিনি
আমার ব্যর্থতার জন্য আমায় ক্ষমা করো


আমি ইংরেজি ভাষায়
কবিতা লিখতে পারি কিন্তু
লিখবো না
আমি ইংরেজি ভাষায়
কথা বলতে পারি কিন্তু
বলব না
আমার ইচ্ছে করে না
আমার মুখোশ ধারীদের সাথে
একসাথে শহিদ মিনারে যেতেও ইচ্ছে করে না
আমার ব্যর্থতার জন্য আমায় ক্ষমা করো


আমি ইংরেজি ভাষায়
অবলীলায় বক্তৃতা দিতে পারি কিন্তু
আমি দিব না
আমার উন্নতি হবে না
আমার নাম ডাক হবে না
আমাকে কেউ চিনবে না
ইংরেজিতে কথা না বললে সমাজে
আমার গুরুত্ব থাকবে না
তাও আমি বাংলা ভাষাকে লজ্জিত করবো না
তোমাদের রক্তের সাথে বেঈমানি করবো না
আমি পারবো না
আমি পারি না
আমি পারিনি
তোমরা আমায় ক্ষমা করো


লড়াই করে করে
আমি একদিন তোমাদের মর্যাদা ছিনিয়ে আনবো
বাংলা ভাষায় কবিতা লিখে
পৃথিবীর তাবৎ ভাষায় অনুবাদ করে করে
আমি বাংলাকে বিশ্বের দরবারে
পৌঁছে দিব নিজ দায়িত্বে
পৃথিবীর সকল দেশের কবি গন
বাংলা ভাষায় কবিতা লিখতে শুরু করবে
বাংলায় কবিতা আবৃত্তি করবে
বাংলায় অনুবাদ করবে
আমি ততদিন বেঁচে না থাকলে
পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করবো
তবুও আমি মুখোশধারিদের সাথে শহিদ মিনারে
যাব না
এ আমার অঙ্গিকার
এ আমার অহংকার
আমার আপাত ব্যর্থতার জন্য
আমায় ক্ষমা করো


কক্সবাজার
ফেব্রুয়ারী ২৬, ২০১৯