জন্মগতভাবে
বা-হাতি ছেলেকে নিয়ে বিড়ম্বনার শেষ থাকে না;
বা-হাতে খাওয়া যাবে না
মসজিদে বা-হাতে দান মানা
অভ্যেস পরিবর্তনের উপদেশ শোনা
ভিন্নতার নগ্ন উপহাসে, সমাজ চিত্র খুব চেনা ।


ব্যাকরণ মেনে চলা সমাজ
নীতির বরখেলাপে নেই কোন আওয়াজ;
ঘুস প্রদান স্বাভাবিক রেওয়াজ
দাবী আদায়ের আন্দোলন, বখাটে কেওয়াজ
ইচ্ছে হলে কালে তুলো দাও, চলবে রাজনৈতিক ওয়াজ
বরদাস্ত হবে না ভিন্নতার মেজাজ।


ভিন্ন ভাবনার
ছেলে তো মহা বিপদ;
শিক্ষাই জাতির মেরুদণ্ড, স্কুলে শিখেছে
শিক্ষা পিতামাতার জন্য অর্থদণ্ড, পরীক্ষায় লিখেছে;
মা রেজাল্ট নিতে গিয়ে দেখে, শূন্য পেয়েছে
ভিন্নতার উপহাসে, স্কুলে পড়া ছেড়ে দিয়েছে।


ভাবনা চলবে, ব্যাকরণের ছাঁচে ফেলে
ছন্দবিহীন কবিতা হলে
প্রকাশক নাখোশ, গুণী মহলে গ্রহণযোগ্য নয় বলে;
ভিন্ন ভাবনাগুলো সমূলে উৎপাটন হলে
ভিন্নতার কানটা মলে দিলে
খুব সহজে, সমাজে সমাদর মেলে।


ছেলেতো ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনটাই হবে না
ভয়ে অস্থির
মান সম্মান আর রাখে যাবে না;
স্থির সিদ্ধান্তে অটল, ব্যাকরণ মেনে জীবন চলবে না
এ সমাজের, নগ্ন উপহাসগুলোও  দূর হবে না
তাই, ভেড়ার পালের রাখাল হবে না ।


অগাস্ট ২২, ২০১৮
মিরপুর, ঢাকা