ভগবানের হাতে বেহালা
অচনা সুর
কখনো বা খুব চেনা;
চেনা অচেনার দ্বন্দ্ব
বুঝি না ভাল কিংবা মন্দ


সুর্য্যটাও প্রতিদিন উদয় হয়
নিজেরই স্বার্থে
আনুগত্যের সীমানা পেরোতে পারে না বলে;
সকল সম্পর্কও নির্দিষ্ট দাগে চলে
নানা ছলে, নানা কৌশলে


জুলাই ০৯, ২০২১
মিরপুর, ঢাকা