প্রায় দুই যুগ ধরে
অপেক্ষা করছি, তোমাকে ভুলে যেতে চাচ্ছি
বার বার চেষ্টা করছি
বাস্তবতায় বেঁচে থাকছি
আবার হেরে যাচ্ছি


কিছু ভুল
ভুল করে ভুলে যেতে চাই
ভুলের মাশুল ভুল করেও আর না চাই
ভুল করে সুখি হতে চাই
আবার ভুলে পড়ে যাই


একটি ভুল শোধরাতে গিয়ে
হাজার ভুলের সৃষ্টি
একে একে তৈরি হয়েছে অনেক অনাসৃষ্টি
ভুলের পেছনে আছে ঐতিহ্য, সংস্কৃতি আর কৃষ্টি
সবার উপরে তোমার ভুল দৃষ্টি


মনে রাখা সোজা
ভুলে যাওয়া কঠিন
আমার অস্তিত্ব জুড়ে তুমি যতদিন
প্রকাশ করতে চেয়েছিলাম একদিন
ভুল করে করিনি, তুমিও জানবে না কোনদিন


ভুল টুকু ভুল ছিল না
তুমি একটিবার ভুল করেও তাকালে না
অভিমানি মন আর ফিরলো না
এক জীবনে আর ভুল শোধরানো হল না
ভুলে যাবার অপেক্ষা আজও শেষ হোল না


কক্সবাজার
অক্টোবর ২৫, ২০১৮