প্রিয় শকুন্তলা,
তোকে খুশী করতে গিয়ে ভুল করে
রাগিয়ে দিতাম,
ভুল এর শুরু সেখান থেকে।
হঠাৎ খেয়াল করে দেখি,
টেলিভিশনে ভুল চ্যানেল চলছে।
মাঝ রাত্তিরে মশার গানে ঘুম ভেঙে দেখি,
কয়েল জ্বালাতে ভুলে গেছি।
রেস্তোরায় কাস্টমারকে ওয়েটার
ভেবে চা এর অর্ডার দিয়ে ফেলি,
অগ্নি চোখ বুঝিয়ে দেয় আমি ভুল
করেছি।
নিজের নামের বানান ভুল লিখে ফেলে বকুনি খাই।
দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে ভেবে দেখি;
ভুল করেও তোকে ভুলে যাইনি।


ইতি
দুষ্মন্ত