আজব শব-এ-বরাত।
স্বপ্নছায়া (সেখ নাসিম আহাম্মাদ)


প্রতি রাতের মত নিঃশব্দে পার শব-এ-বরাত।
কবরবাসির কাছে নাকি বহু অপেক্ষার এ-রাত।
শুনেছি শব-এ-বরাত নাকি ভাগ্য নির্ধারণের রাত।
নিরবে নিঃসঙ্গে হলো পুর্বজদের কবর জিয়ারত।
বন্ধ দোকান পাট ফাকা মসজিদ নির্জন রাজপথ।
ঘটাছাড়া বাড়িতে করলেন যে যার মত এবাদত।
পূর্বজরা হয়তো কবরে শুয়ে ভাবছেন এ কেমন জিয়ারত।
জানবে কি তারা!এখানে চলছে কেয়ামতের আগে কেয়ামত।
সামান্য করোনার জীবাণু যদি হতে পারে এত ভয়ঙ্কর।
কঠিন জাহান্নামের আগুন জানিনা হবে কতই না ভয়ঙ্কর।
দিন আসবে দিন যাবে প্রকৃতির নিয়ম রোগ ব্যাধি ও হবে।
মৃত্যু ভয়েই মোরা অর্ধমৃত মৃত্যু যখন হবার অবস্যয় হবে।