আমি ভগবান।


বোকা-রা কি ভগবান হয়?
নাকি ভগবান-ই বোকা হয়?
বোকা মানে যদি ভগবান হয়,
তবে আমি কেন ভগবান নয়?


শৈশবে পাঠশালে পড়া না হলে--  
শিক্ষক কানমলা দিতেন গরু বলে।
সেই গরু যদি ভগবান হয় !
তবে আমি কেন ভগবান নয়?


সেই পণ্ডিতের অনুসন্ধানে আমি,
তেত্রিশ কোটির নাম বলবেন যিনি।
এত কোটি কোটি যদি ভগবান হয়!  
অতিমারি করোনা কোন ভগবান দেয়।


কোটি ভগবানের যদি জপ না হয়।
তাঁদের রোশে-ও নিশ্চয় পড়তে হয়।
ঠেলায় না পড়লে ভূত আর ভগবানে,
বিশ্বাস আর কয় জনার হয়?


যিনি সৃষ্টি করেন তিনি যদি স্রষ্টা হন।
স্রষ্টা কিভাবে সৃষ্টির পূজারী হন?
এই কবিতা যদি আমার সৃষ্টি হয়।
স্রষ্টা হিসাবে আমি কেন ভগবান নয়?


প্রচেষ্টার অন্ত নাই তাঁকে করতে তুষ্ট।
মানুষের আচরণে ভগবান কি রুষ্ট?
ভোগ, চাদর, মোমবাতি, প্রার্থনা,
কোরোনার গতি কিছুতেই থামছেনা।


চাকচিক্যের বাহার যত হয়,
মন্দির, মসজিদ, গির্জায়।
ধর্ম স্থানে দান পেটি উপচে যায়,
মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়।


গরুকে ভগবান বানালে, আপত্তির কিছু নাই।
ভগবান হওয়া অনেক সহজ, মানুষ হওয়া নয়।
জন্মেছি মানুষ হয়ে, মানুষ হয়েই থাকতে চাই।
মানুষ হয়ে জন্ম যখন, মানুষ হয়েই মরতে চাই।