আর্শীবাদ! না অভিশাপ?


স্বপ্ন ছায়া (সেখ নাসিম আহাম্মাদ)


করোনা তুমি আর্শীবাদ! না অভিশাপ! এসেছ কি রূপে?
প্রতিষেধক আছে কী তোমার! মুক্ত বাতাস, কিবা সূর্য তাপে?
তোমার আগমনী বার্তায়, মোরা রুদ্র দ্বার, লুকিয়েছি মুখ।
কোমর কশেছে গোটা বিশ্ব, তোমাকে তাড়িয়ে তবেই সুখ।
তুমি ছায়া! না কায়া! দেখিনি মোরা, দেখেছে যা ফার্মেসী চোখ।
মোরা জন্মান্ধ, দেখি সেটাই যেটা দেখাতে চায় মিডিয়ার চোখ।
তোমার হাজিরায়, স্তব্ধ জনপদ জারি হয়েছে লাল সতর্কতা।
তোমার আগমন কেবল-ই অশনি নয় রয়েছে বহু মঙ্গল বার্তা।
তুমি এসেছ বলে- দৃশ্য মানতা বেড়েছে আকাশে।
তুমি এসেছ বলে- দূষনের প্রবনতা কমেছে বায়ুতে ।
তুমি এসেছ বলে- কমে গেছে বহু কর্ম ব্যস্ততা।
তুমি এসেছ বলে- আমাদের বেড়েছে অনেক মানবতা।
তুমি এসেছ বলে- বেড়েছে মোদের প্রার্থনায় একাগ্রতা।
তুমি এসেছ বলে- চৈত্রের মাঝেও কম সূর্যের প্রখরতা।
তুমি এসেছ বলে- বেড়েছে যেন চাঁদের স্নিগ্ধতা।
তুমি এসেছ বলে- বরফ গলা কমেছে হীমবাহে।
তুমি এসেছ বলে- স্বজনের সাথে কাটছে সময় নিজ গৃহে।
তুমি এসেছ বলে- পুরানো বই গুলো খুলে দেখার সময় হয়েছ।
তুমি এসেছ বলে- ধর্মের ঠীকাদাররা মুখ লুকিয়েছে।
তুমি এসেছ বলে- জেল বন্দীরাও সমাজ সেবার সুযোগ পেয়েছে।
তুমি এসেছ বলে- গঙ্গার জলে দূষনের মাত্রা কমেছে।
তুমি এসেছ বলে- পুলিশ মিলেটারিরা আজ সবাই পথে নেমেছে।
তুমি এসেছ বলে- জীবন নিয়ে খেলত যারা তারা জীবনের মূল্য বুঝেছে।
তুমি এসেছ বলে- খুন ধর্ষণ চুরি ছিনতাই বন্ধ হয়েছ।
তুমি এসেছ বলে- ভালোবাসার নামে সেচ্ছাচারীতা কমেছে।
তুমি এসেছ বলে- পথ ঘাট রির্সটে দৃশ্যদূষন কমেছে।
তুমি এসেছ বলে- অল্পে সন্তুষ্ট হওয়া গেছে অপচয় কমেছে।
তুমি এসেছ বলে- বিদ্বেষের বদলে সদ্ভাব বেড়েছে।
তুমি এসেছ বলে- আতঙ্কবাদীরা সব গর্তে ঢুকেছে।
তুমি এসেছ বলে- বোঝাগেল কাশ্মীরিরা কিভাবে দিন কাটিয়েছে।
কোভিড তুমি তো বাহানা, তুমি যাও, তবে রেখে যাও, তোমার ভয়।
আতঙ্কে যদি হুঁশ ফেরে, দমন পীড়নে যারা, করতে চায় বিশ্ব জয়।