বাহারে ও আহারে।
সেখ নাসিম আহাম্মাদ


মুখোশে ঢেকেছি মুখ, হাতে পরে দস্তানা।
চার দেওয়ালের দুখ, এই কি শেষ আস্তানা।
আবার পনেরো বাড়াটা, উঃ কি যে যন্তনা।
বসে থাকায় জড়তা, থাকা অত সস্তানা।


দখিনা বাতাস বয়, ধুঁকে ধুঁকে দিন যায়।
চরম বিরক্তি তে, বসে বসে হাঁসি পায়।
হাঁসি পেলে কাশি পায়, কাশি পেলে ভয় পায়।
পাছে কেউ শুনে যায়, করোনার ভয় পায়।


বিত্ত বান মজুত করে, দমে দমে দাম বাড়ে।
গরিবরা মাঠে মরে, নেতা হেঁসে ঘাড় নাড়ে।
ভক্ত গণ টক শোতে, আহা কত বাহারে।
নুন হীন পান্তাতে, জুটবে কি আহারে।