বর্ষ বরণ
নিষ্প্রভ রাতে, অদৃশ্য আঘাতে, হবে কি বর্ষ বরণ?
সহস্র জোনাকি, আলো জ্বেলেকি, করবে বর্ষ বরণ?
চার দেওয়ালে, মনঃদীয়া জ্বেলে, উঠুক আলোক শীখা।
উঠলে জেগে, ভাগবে বেগে, যত কালো আমা নিশা।
তমসা ভাগাও, প্রদীপ জ্বালাও, সেই প্রদীপের শীখা
আনবে ভোর, মনের জোর, নই মোরা পিপিলিকা।
বঙ্গের মাটি, সোনা সম খাটি, আমার জন্মভূমি।
বাংলার মনে, বাংলার প্রাণে, নতুন দীশা আনি।